আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়

Anjuman Adarsh Government High School

১৯১৪ খ্রি.

প্রতিষ্ঠানের ইতিহাস

আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা জেলার অন্যতম একটি উচ্চ বিদ্যালয়। জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নেত্রকোণার সাক্ষর বহন করছে। বিদ্যালয়টি শতবর্ষী। ১৯১৪ সালে এলাহী নেওয়াজ খান নামে এক ব্যক্তি বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। পাঠ্যক্রমঃ আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ-১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষাদান করা হয়। ২০২৩শিক্ষা বর্ষে বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা ১১৭৯ জন। বিদ্যালয়ের কার্যক্রম দুটি শিফটে বিভক্ত —প্রভাতী ও দিবা। ৫টি শ্রেণির প্রতিটিতে ২৪০জন ছাত্রের অধ্যায়ন করে। অর্থাৎ একটি শ্রেনির প্রত্যেকটি শিফটে ১২০জন ছাত্র থাকে। এছাড়াও বিদ্যালয় ও শিক্ষার মান উন্নয়নে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়ে থাকে। ক্লাসঃ বিদ্যালয়ে মূলত ৫টি শ্রেণিতে পাঠদান করা হলেও যারা একই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য পাঠগ্রহনের সুব্যবস্থা রয়েছে। বিদ্যালয়ের পাঠদানের মান জেলা তথা বিভাগের মধ্য শীর্ষস্থানীয়। তাই প্রতি বছর বিভিন্ন পাবলিক পরীক্ষায় এই বিদ্যালয় ভালো ফল অর্জন করে। সহ-পাঠক্রম সংক্রান্ত কার্যক্রমঃ বিতর্ক প্রতিযোগিতা বক্তৃতা প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা

বর্তমান গভর্নিং বডির নামের তালিকা কর্ণার
নাম পদবী
Arman Afridi Chairman
Nijam Uddin Reserved Women Guardian Member
Jamal uddin Reserved Women Teaching Member
শিক্ষক-শিক্ষিকা কর্ণার
  • nuruddin

    Headmaster

  • Kawsar

    Assistant Headmaster

  • jiyauddin

    Assistant Teacher

  • Arman Afridi

    Assistant Teacher

মুজিব ও সুবর্ণ জয়ন্তী কর্ণার